admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম, বক্স অফিস সিঙ্গাপুরঃ ২২ সেপ্টেম্বর ২০২১ দুপুর ১২টা পর্যন্ত, সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানান আমরা প্রাথমিক ভাবে কভিড-১৯ এ সংক্রমণের ১০৮৩ জন নতুন আক্রান্তের সনাক্ত করেছি।
বর্তমানে হাসপাতালে ১,০৮৩ জন আক্রান্ত রয়েছে। গুরুতর অসুস্থতার ১৪৫জন জটিল তাদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে , এবং ১৯ জন গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছে। গত ২৮ দিনে, ১৪,৪১২ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে, ৯৭.৯% আক্রান্তদের হালকা লক্ষণ ছিল না, ১.৮% অক্সিজেন সাপ্লিমেন্টেশন প্রয়োজন, ০.২% আইসিইউ কেয়ার প্রয়োজন, এবং ০.০8% মারা গেছে।
সিঙ্গাপুর স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে ২১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত, আমাদের জনসংখ্যার ৮২% তাদের সম্পূর্ণ জীবনযাপন সম্পন্ন করেছে/ কোভিড -১৯ ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছে এবং ৮৪% কমপক্ষে একটি ডোজ পেয়েছে। সিঙ্গাপুরে কোভিড -১৯ সংক্রমণের যার মধ্যে স্থানীয় কমিউনিটিতে জন অভিবাসী শ্রমিক ডরমিটরিতে ১৭৬ জন এবং বাহির থেকে আগত ৪ জন রয়েছে।
সিঙ্গাপুর স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছ আমরা এখনও আক্রান্ত ব্যাক্তির নিশ্চিত করণের মাধ্যমে কাজ করছি, সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রাতে আরও আপডেট পেশ করব বলে মন্তব্য করেছেন।
