admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২০ ১:০২ পূর্বাহ্ণ
নাগরিক ভাবনা,হাদিউজ্জামান মোহাম্মদঃ ইসলামের দৃষ্টিতে একটা রাষ্ট্রনায়কের মধ্যে যে ধরনের গুন থাকা দরকার বা যত রকমের যোগ্যতা থাকা আবশ্যকীয়। আরো বলতে গেলে, সততার সাথে দায়িত্ব পালন করতে গেলে যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার তার পরিপূর্ণ উপস্থিতি সিঙ্গাপুরের রাষ্ট্রনায়ক এর মধ্যে বিদ্যমান।
এ দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে নেই কোন ক্ষমতার লোভ বা ক্ষমতাকে টিকিয়ে রাখার লোভ।এরা ক্ষমতায় আসে দেশ ও জাতির জন্য কিছু করার।নিজে দেশ ও দেশের জনগণের সেবা করার নিয়তে। যাতে করে যে দেশ ও দেশের জনগণ তাকে মনে রাখে আজীবন সু সম্মানের সহিত।। এটাই তাদের একমাত্র চাওয়া।

ইসলামী রাষ্ট্রনায়কের দায়িত্ব হল জনগণের কাছে যাওয়া জনগণের প্রয়োজন অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা সব ধরনের প্রতিকূল অবস্থার সমাধান করা।এটাকে নিজের দায়িত্ব মনে করে তারা কাজ করে যান।
মানবতার সেবায় হল মুক্তির সোপান এই কথাটার বাস্তবতা এতদিন বুঝে আসেনি। যখন করোনা নামক এই মহামারী বিশ্বের বিভিন্ন দেশে হানা দিল, তখন বুঝে আসলো কে বা কারা সঠিকভাবে জনগণের সেবা করে যাচ্ছে। এবং মানবতার সেবায় যে মুক্তির সোপান তা বাস্তবায়ন করছে।
কে বড়?
যে মুখে বলে কাজে করে না?নাকি যে মুখে বলে না কাজে প্রমাণ করে দেখায়।ধন্যবাদ সিঙ্গাপুরের প্রত্যেকটা দায়িত্বশীলকে আপনারা কাজে প্রমাণ করে দেখিয়ে দিলেন,, যদি কেউ কাজ করে তার জন্য মুখে বলার প্রয়োজন হয়না । কাজ করায় তার আসল পরিচয়। এই কাজটাই আপনারা করে দেখিয়েছেন স্যালুট আপনাদের কে। স্যালুট এই মহানায়ক কে আপনার মত দায়িত্ববান মানুষ সিঙ্গাপুরের প্রত্যেকটা মায়ের গর্ভে জন্ম হোক।