তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
দিনাজপুর সদর উপজেলা গেট সংলগ্ন দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর অফিস সরেজমিনে পরিদর্শন করেছেন সদর উপজেলা সমবায় কার্যালয়ের উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম ও সহকারী পরিদর্শক আলমগীর হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্সের প্রধান উপদেষ্টা নাজমা মসির, মিজানুর রহমান (সাজু) , শাহজাহান আলী (সাজু)। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এর সভাপতি জান্নাতুল সাফা শাহিনুর, সিনিয়র সভাপতি শাহীন সুলতানা (বিউটি), পরিচালক জিন্নাত আরা আহমেদ, পরিচালক আনজুমান আরা, পরিচালক আজমিরা খাতুন (মিষ্টি), পরিচালক রুমানা নাসরিন ।
এছাড়া প্যানেল প্রার্থী আরোশী আকতার, জেসমিন আরা খাতুন সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে সদর উপজেলা সমবায় অফিসার উক্ত অফিসের বিভিন্ন কার্যক্রম সমূহ ঘুরে দেখেন।