আবুল কাশেম, জেলা প্রতিনিধি, ভোলা: ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ঢাকাস্থ ভোলা ফোরামের নেতৃত্বে রাজধানীতে মানববন্ধন করেন ভোলার কয়েক হাজার বাসিন্দা।ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন, ভোলায় উৎপাদিত গ্যাস ব্যবহার করে জেলায় সার ও শিল্প কারখানা গড়ে তোলা, একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা।
বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে ‘ভোলা ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ভোলা ফোরাম ঢাকা’র বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মানববন্ধন শেষে রাজপথে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে ভোলাবাসীর দাবিগুলো আদায়ে স্মারকলিপি দেন।
ভোলা ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- ফোরামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক ও দৌলতখান ফোরামের সভাপতি এম কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, বোরহান মাহমুদ ও কবির হোসেন নোমান প্রমুখ।
ফোরামের সহকারী সেক্রেটারি ও লালমোহন ফোরামের সভাপতি কাজী মোহাম্মদ শাহে আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- চরফ্যাশন ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, বোরহান উদ্দিন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম, লালমোহন ফোরামের সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম চৌধুরী, মনপুরা ফোরামের সাধারণ সম্পাদক আল মামুন নাহিদ, দৌলতখান ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সোহাগ প্রমুখ।
ভোলা ফোরামের সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম বলেন, ভোলাবাসী যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছে তা কোনো আবদার নয়, এসব দাবি ভোলাবাসীর অধিকার। ভোলা জেলাকে একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করলে চলবে না, সারা দেশের উন্নয়নের প্রয়োজনে দাবিগুলো বাস্তবায়ন জরুরি।
তিনি বলেন, অতীতের সরকার ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের নামে মুলা ঝুলিয়ে রেখেছিল, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। আমরা জানতে পেরেছি, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। অন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেয় তাহলে এটা হবে ভোলাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।
মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ভোলা ফোরাম ঢাকা’র সহ-সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ স্মারকলিপিতে যেসব দাবি জানানো হয়েছে সব দাবিই ভোলাবাসীর ন্যায্য দাবি।
প্রধান উপদেষ্টাকে দেয়া স্মারকলিপিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ভোলার গ্যাস জেলার সর্বত্র ব্যবহার নিশ্চিতকরণসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়।
অন্যান্য দাবিগুলো হলো- সর্বত্র এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সার কারখানাসহ বিভিন্ন মিল কারখানা প্রতিষ্ঠা করা, নদী ভাঙ্গন রোধে টেকসই ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ভোলাকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলা, ভোলা-ঢাকা বিমান চলাচল চালুর জন্য ভোলায় একটি বিমানবন্দর স্থাপনেরও দাবী করা হয়। ছবিতে- ভোলা ফোরামের মানববন্ধন।