ফেসবুক থেকে নেওয়া: দুঃখজনক হলেও এখানেই সার্থকতা খুঁজে পায় না অনেক পুরুষ, কেউ মানিয়ে নেয় বা নিতে হয়। সময়ের কাছে কেউ হেরে যায়।মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,জীবন অন্যরা ভাগ করে নেয়- খুব প্রকাশ্যেই!
দিনশেষে পুরুষ না হইতে পারে বৌ এর কাছে শ্রদ্ধা ও ভালোবাসার।না হইতে পারে মায়ের কাছে লক্ষ্মী ও স্নেহের ছেলে।পুরুষ আসলে দিনশেষে কারোরই হইতে পারে না।পুরুষ হচ্ছে দৈনন্দিন ব্যাবহার করার আসবাপত্র মাত্র!ভালো লাগলে ব্যাবহার করবে।না লাগলে ফেলে দিবে অথবা কম দামে বাজারে বিক্রি করে দিবে।পুরুষের অভিযোগ শুনার এই জগৎ সংসারে কেউ নেই।
পুরুষ যেন টাকার মেশিন!যেদিন এই টাকার মেশিন বন্ধ হয়ে যাবে।সেই দিন পুরুষ আর পুরুষ থাকে না এই সমাজে।সে তার পুরুষত্ব হারায় পরিবার,সমাজ ও রাষ্ট্রের কাছে।
মানুষের এত অভিমান ও অভিযোগ কেন এই পৃথিবীকে নিয়ে?আমি বুঝি না।আমি বুঝতেও চাই না।জীবন একটাই।তাই তাকে প্রতিনিয়ত আনন্দ নিয়ে উদযাপন করতে হবে।প্রতিনিয়ত আনন্দ নিয়ে বেঁচে থাকতে হবে। আত্নহত্যা হচ্ছে একটা ক্ষনস্থায়ী সমস্যার দীর্ঘস্থায়ী সমাধন মাত্র…..!কবি ইমতিয়াজ মাহমুদ বলেছিলেন- মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়- খুব প্রকাশ্যেই!
দিনশেষে পুরুষ না হইতে পারে বৌ এর কাছে শ্রদ্ধা ও ভালোবাসার।না হইতে পারে মায়ের কাছে লক্ষ্মী ও স্নেহের ছেলে।পুরুষ আসলে দিনশেষে কারোরই হইতে পারে না।পুরুষ হচ্ছে দৈনন্দিন ব্যাবহার করার আসবাপত্র মাত্র!ভালো লাগলে ব্যাবহার করবে।না লাগলে ফেলে দিবে অথবা কম দামে বাজারে বিক্রি করে দিবে।পুরুষের অভিযোগ শুনার এই জগৎ সংসারে কেউ নেই।
পুরুষ যেন টাকার মেশিন!যেদিন এই টাকার মেশিন বন্ধ হয়ে যাবে। সেই দিন পুরুষ আর পুরুষ থাকে না এই সমাজে।সে তার পুরুষত্ব হারায় পরিবার,সমাজ ও রাষ্ট্রের কাছে।মানুষের এত অভিমান ও অভিযোগ কেন এই পৃথিবীকে নিয়ে?আমি বুঝি না।আমি বুঝতেও চাই না।
জীবন একটাই।তাই তাকে প্রতিনিয়ত আনন্দ নিয়ে উদযাপন করতে হবে।প্রতিনিয়ত আনন্দ নিয়ে বেঁচে থাকতে হবে।আত্নহত্যা হচ্ছে একটা ক্ষনস্থায়ী সমস্যার দীর্ঘস্থায়ী সমাধন মাত্র…..!
সংগৃহীত