admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি, র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ২৬৫ পিস ইয়াবা এবং ৫.০৫ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ জুন ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বোয়ালদাড় ইউনিয়নের ০৪নং ওয়ার্ড এর নওপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস ইয়াবা এবং ৫.০৫ গ্রাম হেরোইন সহ আসামী ১। শান্তনা খাতুন (২৭), সাং- নওপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।