মোক্তারুজ্জামান মোক্তারপার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির ১৭৪ জন শ্রমিক চাকুরি পুনঃবহালের দাবিতে আজ ১৮ মে সকাল ১১ টা ৩০ মিনিটে কয়লাখনির মেইন গেটের সামনেই মানববন্ধন পালন করেছে। মানববন্ধনে সকল শ্রমিকের পক্ষে বক্তব্য রাখেন, জে, এস,জে,জে নং- ০৩ লিটনখান,জেজে,এস,,জে নং-০৫৪ শহিবুল ইসলাম বাবু, জে,এস,,জে,জে নং-০১ মোঃ আশাদুজ্জামান,জে,এস,,জে,জে নং-০৬৫ মেহেদি হাসান তারা

জানান বড়পুকুরিয়া কোলমাইনিং কারণে আমাদের জমি-জমা, ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি ক্ষতিগ্রস্ত এলাকার লোকদের আশ্বাস দেন যে, প্রত্যেক পরিবার হতে একজন করে চাকুরি পাবে। সেই কথার প্রেক্ষিতে ২০ গ্রাম কমিটির মাধ্যমে আমাদের গত ০৮/০৬/২০১৮ ইং তারিখে কাজে যোগদান করানো হয়। আমরা গত সাত বছর ১৪০০-ফ্রিট মাটির নিচে নিষ্ঠার সাথে কাজ করে আসতেছি। যখন আমরা বুঝতে পারলাম যে, আমাদের ১৭৪ জন শ্রমিক বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির সাব কন্টাক্টর কোম্পানিতে কাজ দিযেছে। তখন আমরা এর প্রতিবাদ করলে বিসিএমসিএল এর বর্তমান ব্যবস্থাপক এবং তখনকার সময়ের মাইনিং ব্যবস্থাপক কথা দিয়েছিল যে বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির সকল শ্রমিক সবাই সমান।

তোমাদের কাজ শেষ হলেই বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির মূল কন্ট্রাক এ অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু কর্তৃপক্ষ সেটা করে নাই। উপরন্তু অফিস কর্তৃপক্ষ ০৬/০৫/২০২৫ ইং তারিখে জানায় যে আমাদের আনুমানিক ৪-৫ মাস কাজ আছে। এবং আরো বলে কাজের মধ্যে কোন রকম দুর্ঘটনা জনিত কারণে শ্রমিকদের কোন সমস্য হলে বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি কোন দায়ভার নিবে না। তৎক্ষনিক শ্রমিকরা প্রতিবাদ জানায় এবং কর্মবিরতিতে যায়। আমরা ১৭৪ জন শ্রমিক আজ মানবতার দিন কাটাচ্ছি। আমাদের রুজি রোজগার প্রায় বন্ধের পথে। আমরা কোম্পানি থেকে এখনো বেতন নেয়নি। আমাদের সমাধান না হওয়া পর্যন্ত আমরা বেতন নিবো না।

আমরা সবাই ক্ষতিগ্রস্ত এলাকার লোক। আমাদের জমি-জমা নাই। যেখানে আমরা চাষবাস করে আমাদের জীবীকা নির্ভর করতে পারছিনা। যখন আমরা কোম্পানিতে যোগদান করি তখন আমাদের বয়স ছিল সর্বনিম্ন ২২ থেকে ২৯ বছর। আজ সাত বছর পরে আমাদের বযস দাঁড়িযেছে ৩৪ থেকে ৩৬ বছর। এ অবস্হায় আমরা এখন কোথায় যাব। কোথায় কাজ পাব। কোথায় কাজ করব এ নিশ্চিয়তা কে আমাদের প্রদান করবে। এছাড়া আমরা যখন কাজে যোগদান করি সে সময় বিসিএমসিএল কর্তৃপক্ষ জানায়, কয়লা খনি যতদিন স্বচল থাকবে ততদিন ক্ষতিগ্রস্ত এলাকার সকল শ্রমিকদের চাকুরি বহাল থাকবে।

তাই ক্ষতিগ্রস্ত এলাকাবাসী হিসেবে আমরা আমাদের চাকুরির নিশ্চয়তা চাই। আজ আমরা এই মানববন্ধনের মধ্যে বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি উর্ধতন কর্তৃপক্ষেকে ৭২ ঘন্টার আল্টিমের্টাম দিচ্ছি। আমাদের দাবি মেনে নিন নইলে কঠোর আন্দোলনের কথা জানান।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই বড়পুকুরিয়া শ্রমিকদের ৭২ ঘন্টার আল্টিমের্টাম দাবি না মানলে ফের আন্দোলন সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিকের উজ্জল ওপর সন্ত্রাসী হামলা শাহরিন ইসলাম তুহিনের ডোমারে গণসংবর্ধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত ঘোড়াঘাটে ১৪ মামলার আসামী ডাকাত শাকিল গ্রেফতার পার্বতীপুরে সন্ধানী লাইফ ইন্সুইরেন্স মেয়াদপূর্তির চেক বিতরণ তীব্র দাবদাহ বিক্রনপুর মানব রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ স্ত্রীকে হত্যার পর ৯৯৯ এ কল, বগুড়া থেকে স্বামী গ্রেপ্তার বিরামপুর মডেল মসজিদে ইমাম নিয়োগে কালক্ষেপণ সাভারে পরিত্যক্ত টায়ারে ফার্নেস অয়েল তৈরি,পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিতে স্থায়ীরা  তুষার সিরামিকস্ লিঃ এর এমডি মোখলেছুরের বিরুদ্ধে দুদকে অভিযোগ বগুড়ায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার সান্তাহার রেলওয়ে হাসপাতালটির বেহাল দশা,চিকিৎসক সংকটে সেবা ব্যহত হাকিমপুর সীমান্তের পাশে ধানক্ষেত থেকে একটি ড্রোন ক্যামেরা উদ্ধার ধুনটে কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করে গ্রাম ছাড়া অনেক পরিবার দিনাজপুরে ফিটনেস,রেজিষ্ট্রেশনবিহীন,অতিরিক্ত বোঝাই,হাইড্রলিক হর্ণ সংযুক্ত মোটরযানে অভিযান পাবর্তীপুরে ইরি ধানে ক্যারেন্ট পোকার আক্রমনে কৃষক দিশেহারা সীমান্তে ঘাস কাটতে বাধা, বিএসএফ জওয়ানের দুই আঙুল কাটল বাংলাদেশি নাগরিক নীলফামারী ট্রেনে সামনে ঝাপিয়ে পড়ে এক যুবক আত্নহত্যা নওগাঁর সাপাহারে গভীর নলকূপে কৃষকদের হয়রানির অভিযোগ আদমদীঘিতে হত্যার উদ্দেশ্যে গৃহবধূকে মাথায় আঘাত,পুলিশের নেই তৎপর বগুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ কুড়িগ্রামে ইস্কাফসহ ১মাদক কারবারী আটক বিরামপুরে ঢেঁড়স চাষে অল্প খরচে বেশি লাভ তুষার সিরামিকসের বজ্র নিষ্কাশনে পরিবেশ নষ্ট ব্যাখ্যা নেই ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরে গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত হয়েছেন। নওগাঁর সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত সাভারে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার ঈদুল আযহার অগ্রীম ট্রেনের টিকিট বিক্রয় শুরু ২১মে থেকে,চলবে ১০টি বিশেষ ট্রেন
Translate Here »