মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার ইরি বোর ধানের গাছে ক্যারেন্ট ও ব্লাষ্ট পোকার আক্রমনে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। জানা গেছে, চলতি ইরি বোর মৌসমে পাব্তীপুর উপজেলায় ২২ হাজার ৭ শত ৯৬ হেক্টর জমিতে উপষী এবং হাইব্রিড জাতের ধান রোপন করার লক্ষ্য মাত্রা নিধার্রন করা হয়।

গত বছরের চেযে এবার ২৮ হেক্টর জমিতে কৃষকরা উপষী এবং হাইব্রীড জাতের ধান রোপন করে । ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ১ লক্ষ্য ৫৬ হাজার ১ শত ৭০ মেঃটন। আবহাওয়া অনুকুলে থাকলেও ইরি বোর ধান পাকার শুরুতে ক্যারেন্ট ও ব্লাষ্ট পোকার আক্রমন দেখা দেয়। উপজেলার পৌর সভার মধো সরকার পাড়া, রামপুর, মাঝাপাড়া,নামাপাড়া, নয়া পাড়া, ১।

বেলাই চন্ডি ইউনিয়ের কৈপুলকি, বান্নিরঘাট,,শাহাপাড়া,
হরিরামপুর বেনিহাট,দেবিডুবা এলাকা, ২ মনম্থপুর ইউনিয়নে দোলাপাড়া,দাগলাগজ্ঞ, ডাংগাপাড়া রাজবাসর, চোট হরিপুর, চাকলা বাজার, নারায়নপুর, ৩ নং রামপুর ইউপির মন্ডলপাড়া, সুন্দরিপাড়া, বাসুপাড়া, ডাংগাপাড়া,চান্দের ডাংগা, রামপুর তালতলা, সিংগীমারী, দরিখামার, জমিরের হাট, বৃত্তিপাড়া, ৪ নং পলাশবাড়ি ইউপির ডাংগাট, মথুরাপুর, গোয়াল পাড়া,চকবলিযা, পলাশবাড়ি, ৫ নং চন্ডিপুর ইউপির জাহানাবাদ মন্ডলপাড়া, বাজরপাড়া, মামু পাড়া, বড় হরিপুর, পোদ্দার পাড়া,বছিরবানিযা, দক্ষিন শালন্দার, ৬ নং মমিনপুর ইউপির সর্দারপাড়া, মমিনপুর, যশাই, দো আনিয়া, তের আনিয়া,শালবাড়ি, যশাই সৈযদপুর, চন্দ্রপুর, ৭নং মোস্তফাপুর ইউপির আমবাড়ি মোস্তফাপুর, শিয়াল কোট, হরিহরপুর, কামারপাড়া ৮নং হাবড়া ইউপির রসুলপুর হাবড়া, ভবানীপুর, সাহাপাড়া, কালুপাড়া পন্তাপাড়া, ৯নং হামিদপুর ইউপির বড়পুকুরিযা, পাচপুকুরিযা, ১০ নং হরিরামপুর ইউপির খয়েরপুকুর ঢেরেরহাট,মধ্যপাড়া,উত্তরা, আনন্দবাজারসহ আরো অনেক এলাকায় ক্যারেন্ট পোকার আক্রমন দেখা দিযেছে সবচেযে বেশি।

কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে জমিতে কীটনাষক ছিটানোর পরও কোন কাজ হচ্ছে না। এব্যাপারে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ক্যারেন্ট পোকার উপদ্রব। দঃ রামপুরা সরকার পাড়া গ্রামের আবেদ আলী জয়নাল আবেদীন রামপুর রঘুনাথপুর গ্রামের শামসুল হক মজিবার রহমান চন্ডিপুর জাহানাবাদ গ্রামের আমজাদ হোসেন মহুবার রহমান, তফলে উদ্দিন, সিরাজুল ইসলাম, মোস্তফাপুর গ্রামের জাকিরুল ইসলাম আজিবার রহমান, মফলে সরকার, চন্দপুর গ্রামের নারায়ন চন্দ্র, ক্ষিতিষ রায়, মুকুল চন্দ্র পলাশবাড়ি গ্রামের মোখরেছুর রহমান, হবিবার রহমান সহ আরো অনেক দৈনিক আমার সংগ্রাম কে বলেন, আমরা নিয়মিত জমিতে কীটনাষক স্প্রে করছি। তারপরও কোন কাজ হচ্ছে না।

কৃষি অফিসের বিএসরা যে বলে সেই ভাবে আমরা ঔষধ ক্রয় করি। ধান পাক ধরছে তার পরো ক্যারেন্ট পোকার আক্রমন দেখা দিযেছে। আমরা যে আশা নিয়ে এবার জমি থেকে ধান বাড়িতে নিয়া আসবো তার উপায় নাই। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বলেন আমি মাসিক মিটিং উপজেলায় আছি। এ ব্যাপারে, পরে কথা বলব। পরে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আবহাওয়া জনিত কারণে কারেন্ট পোকা দেখা দিচ্ছে। এরপরও আমরা প্রতিকারের বিষয়ে কৃষকদের পরার্মশ দেয়ার কথা জানান ।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

ধুনটে কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করে গ্রাম ছাড়া অনেক পরিবার দিনাজপুরে ফিটনেস,রেজিষ্ট্রেশনবিহীন,অতিরিক্ত বোঝাই,হাইড্রলিক হর্ণ সংযুক্ত মোটরযানে অভিযান পাবর্তীপুরে ইরি ধানে ক্যারেন্ট পোকার আক্রমনে কৃষক দিশেহারা সীমান্তে ঘাস কাটতে বাধা, বিএসএফ জওয়ানের দুই আঙুল কাটল বাংলাদেশি নাগরিক নীলফামারী ট্রেনে সামনে ঝাপিয়ে পড়ে এক যুবক আত্নহত্যা নওগাঁর সাপাহারে গভীর নলকূপে কৃষকদের হয়রানির অভিযোগ আদমদীঘিতে হত্যার উদ্দেশ্যে গৃহবধূকে মাথায় আঘাত,পুলিশের নেই তৎপর বগুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ কুড়িগ্রামে ইস্কাফসহ ১মাদক কারবারী আটক বিরামপুরে ঢেঁড়স চাষে অল্প খরচে বেশি লাভ তুষার সিরামিকসের বজ্র নিষ্কাশনে পরিবেশ নষ্ট ব্যাখ্যা নেই ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরে গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত হয়েছেন। নওগাঁর সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত সাভারে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার ঈদুল আযহার অগ্রীম ট্রেনের টিকিট বিক্রয় শুরু ২১মে থেকে,চলবে ১০টি বিশেষ ট্রেন দিনাজপুরে নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বিরামপুরে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু ছেলে হাসপাতালে নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা আদালতে মামলা ফুলবাড়িতে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদের ছত্রছায়ায় পার্বতীপুর ভূমি অফিসে ঘুষ বানিজ্যে বগুড়ায় বিস্ফোরক মামলায় দুই নিষিদ্ধ আমিলীগের নারী নেত্রী গ্রেফতার রাজারহাটে তিস্তায় চর মন্ত্রনালয়ের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩১ জন ঠাকুরগাঁওয়ে এমকে ট্যুরস এন্ড ট্রাভেল এর উচ্চতর ডিগ্রী গ্রহণ ও চীনে কর্মক্ষেত্র অবহতি করণ বাংলাদেশে সন্ত্রাসী দল আমীলীগকে নিষিদ্ধ ঘোষণা চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সংগীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আদমদীঘিতে নাশকতা মামলায় আমীলীগ নেতা গ্রেপ্তার বগুড়ায় হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেপ্তার নৌ-অভিযান শুরুর আগেই ভোলাইয়া অপরাধকারীরা খবর পেয়ে যায়
Translate Here »