মুরাদ হোসেন, যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
যশোরের বসুন্দিয়ায় পিতার ইঞ্জিনচালিত ভ্যানে উঠে খেলা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে রুহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর, যশোর সদর উপজেলার বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রুহান ওই গ্রামের ভ্যান চালক রবিউল ইসলামের ছেলে। জানা গেছে, এদিন
রুহানের বাবা বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি ফেরেন। কিন্তু তিনি ভুলবশত চাবিসহ ভ্যানটি রেখে পাশের দোকানে যান। এসময় শিশু রুহান ভ্যানের উপর উঠে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ভ্যানের হ্যান্ডেলে হাত দিলে সেটি চলতে শুরু করে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে রুহান ভ্যান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
#