রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভার জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে আমিনবাজার, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ওলাইল, সাভার বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি সিএমবি হতে নবিনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেই ছিল লাখো মানুষ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের দুই প্রান্তে লাখো লাখো মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এর প্রেক্ষিতে দুপুরের পর থেকে আমিনবাজার থেকে শুরু হয়ে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই পাশে লাখো লাখো নেতাকর্মী অবস্থান নেয়।
স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক খোরশেদ আলম বলেন, গতকাল আমরা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছিলাম কিন্তু আজকে তিনি দীর্ঘ ১৭ বছর পর সাভার আশুলিয়ার মাটিতে আসছেন। আমরা সাভার আশুলিয়ার মানুষ আজকে খুবই আনন্দিত এবং গর্বিত। এছাড়াও তিনি আরো বলেন, আজকে আবারো প্রমাণ করে দিব সাভার-আশুলিয়ার মাটি, ধানের শীষের ঘাঁটি।
ঢাকা জেলা যুবদলের নেতা শাওন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা তাকে স্বাগত জানানোর জন্য মহাসড়কে দাঁড়িয়েছি । মহাসড়কের দুই পাশেই লাখো মানুষ তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছে। আমরা সাভারবাসী গর্বিত ও আনন্দিত। আমার মার্কা ধানের শীষ সাভারের জনগণের মার্কা ধানের শীষ।
সাভার পৌর যুবদলের যুগ্নসম্পাদক মোঃ মোনজু বলেন, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার আসতেছে। আমরা ডঃ মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আগ্রহ সহিদ প্রাণপ্রিয় নেতাকে স্বাগত জানানাওর জন্য দাঁড়িয়ে আছি।
ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে প্রিয়নতাকে স্বাগত জানাবে লাখো মানুষও দাঁড়িয়ে আছেন। আমরা সাভার বাসি হয়ে নিজেদের গর্ব ও আনন্দ ফিল করতেছি এই প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তন পড়েই সাভারের মাটিতে আসছেন। সাভারের মাটি ধানের শীষের ঘাটি।