মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ঐ স্কুলের লাইব্রেরিয়ান শিক্ষিকার মিথ্যাচারের বিরুদ্ধে আজ ২০ মে দুপুর ১২ টায় নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে করেছে।
জানা গেছে, উপজেলার খয়েরপুকুরহাট পূর্ব হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজ কার্যালয়ে প্রধান শিক্ষক ইউনুছ আলীসহ তার সহকারী শিক্ষক একই স্কুলের লাইব্রেরিয়ান শিক্ষিকা মোছাঃ খোদেজা পারভীন গত ১৫ মে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করায় তার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক বলেন, খোদেজা পারভীন গত ২০১১ সালে অত্র প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান পদে বিধি মোতাবেক যথাযথ নিয়মে নিয়োগের মাধ্যমে যোগদান করিয়া এমপিও ভুক্তির লক্ষ্যে কাগজপত্রাদী ৫ বার অনলাইনে আবেদন করেছেন বিভাগীয় রংপুর পরিচালকের নিকট এবং দারুল ইউনির্ভাসিটি, রয়েল ইউনির্ভার্সিটি ও ন্যাশনাল ইউনির্ভার্সিটি সরকার বাতিল করায়, উক্ত প্রতিষ্ঠানে সার্টিফিকেট হওয়ায় রংপুর পরিচালকের নিকট সঠিক না হওয়ায় পরিচালক আবেদনটি ফেরত পাটায়।
লিখিত অভিযোগে প্রধান শিক্ষক বলেন, অত্র বিদ্যালয়ে খোদেজার শ্বশুর ম্যানেজিং কমিটির সদস্য হওয়ায় তার ছেলের স্ত্রীকে কোন টাকা ছাড়াই নিয়োগ প্রদান করেন। আমি তার নিকট হতে কোন টাকা গ্রহণ করি নাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ তাহা মিথ্যা ও বানোয়াট। খোদেজা সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তাকে পাওয়া যায়নি।