ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাটে বুধবার ২৯এপ্রিল গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিসার রংপুর ফরহাদ আহমেদের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে সকাল এগারোটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। আঞ্চলিক তথ্য অফিস রংপুর আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুপাল মিয়া সহকারী তথ্য কর্মকর্তা আঞ্চলিক তথ্য অফিস রংপুর,মোছাঃ আয়শা সিদ্দিকা সহকারী তথ্য কর্মকর্তা আঞ্চলিক তথ্য অফিস রংপুর,অর্জুন কুমার রায় তথ্য সহকারী আঞ্চলিক তথ্য অফিস রংপুর, ওয়াদুদ হাসান বাঁধন আলোক চিত্র গ্রাহক আঞ্চলিক তথ্য অফিস রংপুর ও বিশ্বজিৎ কুমার রায় অফিস সহায়ক আঞ্চলিক তথ্য অফিস রংপুর।
রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। বক্তারা গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল হবার আহবান জানান।