admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় শেরপুরে র্যাব-১২ এর অভিযানে অপহরণ মামলার আসামি আশিকুর রহমান(২৩)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ১২ মার্চ ( রোববার) র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসামি আশিকুর রহমান তার নিজ এলাকায় অবস্হান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি টিম তার নিজ এলাকায় অভিযান পরিচালনা করে আশিকুরকে গ্রেফতার করে।
এর আগে ২৯ জানুয়ারি বগুড়ার শেরপুর থানায়(মামলা নং৩৬/৩৬) এই যুবকের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের,হয়।
র্যারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অপহরণ মামলার আসামি আশিকুর রহমান তার নিজ এলাকায় অবস্হান,করছে।এমব সংবাদপর ভিত্তিতে র্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং আশিকুরকে আটক করে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মিলন হোসেন জানান,আটককৃত আসামি আশিকুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।