বন্য হাতির ভয়ে ঘুমাতে পারছেন না সীমান্তের মানুষ। ভারতীয় সীমান্তবর্তী শেরপুরের তিনটি উপজেলার ৪০টি গ্রামের মানুষ রাতে ঘুমাতে পারছেন না বন্য হাতির ভয়ে। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে গত এক সপ্তাহে হাতির দ্বারা নষ্ট হয়েছে বিশাল এলাকার ফসল। ফলে ঢাকঢোল পিটিয়ে, পটকা ফুটিয়ে, ঘণ্টা বাজিয়ে বা মশাল জ্বালিয়ে রাতভর হাতি ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। জানা গেছে, ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৭০ জনের।

এই সময়ে শতাধিক আহত ছাড়াও লাখ লাখ টাকার ফসলি জমি নষ্ট হয়। প্রতিবছরের মতো এবারও তাণ্ডব শুরু হয়েছে, যা হাতি-মানুষের যুদ্ধে রূপ নিয়েছে। স্থানীয়রা বলছেন, বন্য হাতির তাণ্ডব থেকে পাহাড়ি মানুষ ও ফসল রক্ষায় সরকারি-বেসরকারি পর্যায়ে বেশ কিছু প্রকল্প নেয়া হয়েছে। তাতে সুফল না পাওয়ায় বাধ্য হয়ে হাতি ঠেকাতে নিজেদের জান-মাল রক্ষায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে। বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ গত এক সপ্তাহ ধরে রাতভর পাহারা দিচ্ছেন।

elephant man war on border

চলতি মৌসুমের পাকা আমন ধান ও শীতের সবজির বাম্পার ফলন হয়েছে শেরপুরের পাহাড়ি জনপদের এসব গ্রামে। সেখানকার কৃষকের সংসার চলে এই ফসল দিয়ে, যাতে মই দিতে শুরু করেছে বন্য হাতি। এ থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। এ বিষয়ে শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রায়হান বাবুল বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ২০১৭ সালে ১৩ কিলোমিটার এলাকায় বৈদ্যুতিক তারের বেড়া নির্মাণ করে বন বিভাগ। তদারকির অভাবে অকেজো হয়ে পড়ে আছে সেই সোলার ফ্যান্সিং। ফলে বন্য হাতির তাণ্ডব ঠেকানো যাচ্ছে না।

এই সময়ে খাবারের অভাবে বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে জানিয়ে বন্য প্রাণী গবেষক আদনান আজাদ বলেন, অসাধু মানুষেরা পাহাড় ধ্বংস করে মানববসতি গড়ে তোলায় এই অবস্থা ত্বরান্বিত হয়েছে। বনে মানুষের উপস্থিতি বাড়লে হাতির আক্রমণও বাড়বে। ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় গিয়ে সরকারি সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে বলে জানান শেরপুরের জেলা প্রশাসক মমিনুর রশিদ। আগামীতে ক্ষতিগ্রস্তদের একইভাবে সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

মানবিক করিডর আসলে কী,বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? গলাচিপা-চরফ্যাসন সেতু নির্মান ত্বরান্বিতের বগা সেতু দেশের নবম চীন মৈত্রী সেতু বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক বিতরণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু ৬টি বাস আটক রাজারহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর শহরে এস এম আবাসিক হোটেল হতে ২ জোড়া আটক বগুড়ায় সারজিসের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মারামারি,ধাওয়া-পাল্টা ধাওয়া ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল আশুলিয়ায় বিদেশি পিস্তল ও দেশিও ধারালো অস্ত্রসহ এক যুবক গ্রেফতার তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার রাজারহাটে সুরুজ মিঞার পাশে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পার্বতীপুরে চীনের হাসপাতাল নির্মাণের দাবীতে মানববন্ধন আলীগের মতো অন্যায় করবেন না তাহলে বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মেডিকেল সার্টিফিকেটে ত্রুটির  অভিযোগ,সুষ্ট বিচারের শংকায় ভুক্তভোগি ঝিনাইদাহে ডিবির জালে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা তাহিরপুর পর্যটন কেন্দ্র বারেকের টিলা চোরাচালানের নিরাপদ রুট ঝিনাইদহে বিলের মাঠে পড়ে ছিলো কৃষকের লাশ সংস্কার ও নির্বাচন দুটিই হউক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন কমলগঞ্জে চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,গ্রেফতার ১ মৌলভীবাজার মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ তেঁতুলিয়ায় তিরনইহাট বাজারে রাতের অন্ধকারে দুই দোকানে চুরি নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন রাজারহাটে উপজেলা আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত  ডোমারে আলীগের সা: সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন
Translate Here »