admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২০ ৮:৪৫ পূর্বাহ্ণ
হুসাইন মোঃ আরমান, রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর উত্তরা গ্রামের একটি পুকুরে ঝাঁপ দিয়ে মাহাবুব ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা বহু বছর যাবত উত্তরা মিলের আমজাদ আলীর বাসায় ঝি এর কাজ করতো। শিশুটির বাবা এরশাদ আলী দ্বিতীয় বিয়ে করে ঠাকুরগাঁও শহরে বসবাস করে আসছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার দুপুরে উত্তরা মিলের পার্শ্ববর্তী পুকুরে শিশু মাহাবুব ইসলাম(৫) গোছলের উদ্দেশ্যে ঝাপ দেয়। তার মা র্দীঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোজাখুজি করে। অনেক খোজাখুজির পর উক্ত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে আটোয়ারি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মাহাবুবকে মৃত ঘোষণা করেন।
পানি’তে পড়ে মৃত্যুর বষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের মহিলা সদস্য হুসনেয়ারা হক।