admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯২৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে এই রোগে মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। গতকাল স্বাস্থ্য বিভাগ করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। ফলে এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৬৬৮ জনের মৃত্যু হল। আর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২ হাজার ৭ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন।
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১লাখ ১৩ হাজার ৫৫৬ জন সুস্থ হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৯১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বেশ কিছুদিন ধরে নমুনা পরীক্ষার সংখ্যা কমায় রোগী কম শনাক্ত হলেও, শনাক্তের হারে খুব বেশি পরিবর্তন হয়নি।
গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা হয়েছে তার ২১.৯১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি, যার মধ্যে ১৯.৯২ শতাংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে শুরু থেকেই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা নিয়ে নানামুখী বিতর্ক এখন জালিয়াতি ও ভুয়া টেস্ট পর্যন্ত গড়িয়েছে। নানা ভোগান্তি এবং অব্যবস্থাপনার অভিযোগ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাধারণ ভুক্তভোগীরা বলছেন, বাধ্য না হলে অনেকেই পরীক্ষা করছেন না।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ সংক্রমণের মধ্যে যখন নমুনা পরীক্ষা বেশি হওয়ার কথা তখন জুন মাসের তুলনায় জুলাই মাসে পরীক্ষার পরিমাণ কমতে শুরু করেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুন মাসে একদিনে সর্বোচ্চ সাড়ে আঠারো হাজার পরীক্ষারও করা হয়েছে।
জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে গড়ে ১৪ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা হলেও গত সপ্তাহে দেখা গেছে একদিনে নমুনা পরীক্ষা সর্বনিম্ন ১১ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে। জুলাই মাসে টেস্ট কমলেও সংক্রমণের হার এক পর্যায়ে প্রায় ২৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছিল। অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রতি ৪-৫ জনের নমুনা পরীক্ষা করলে একজনের দেহে করোনাভাইরাস পাওয়া যাচ্ছে।