admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৫৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। আর এই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৬১৮ জনের মৃত্যু হল। আর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা হয়েছে তার ২৩.১৪ ভাগের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি, যার মধ্যে ১৯.৮৯ ভাগের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১ লাখ ১১ হাজার ৬৪২ জন সুস্থ হয়েছেন, যার মধ্যে ১ হাজার ৫৪৬ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাংলাদেশে নতুন করে যেই ৩৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জন পুরুষ।
আর এখন পর্যন্ত মোট মারা যাওয়া ২ হাজার ৬১৮ জনের মধ্যে ২ হাজার ৬৯ জনই পুরুষ, যা মোট মৃত্যুর প্রায় ৮০ ভাগ। নাসিমা সুলতানা জানান এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ এ মারা যাওয়াদের প্রায় ৭৫ ভাগের বয়সই পঞ্চাশের বেশি।