admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর ২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ ৬ জন নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪০০ জন করোনায় আক্রান্ত হলেন। খুলনা মেডিকেল কলেজ থেকে সোমবার (১৩ জুলাই) দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে এমপিসহ ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার।
সদর এমপি ছাড়াও অন্য করোনা পজিটিভ শনাক্তরা হলেন, সদরের ইটাগাছা গ্রামের মোঃ আব্দুস সবুর (৬৭), স্ত্রী হোসনে আরা বেগম (৫৮) ও তার ছেলে মোঃ আবু সাঈদ (৪২), ঘোনা গ্রামের প্রসাদ কুমার মজুমদার (৫৮) ও তালা উপজেলার মুরাকলিয়া গ্রামের হাজেরা বেগম (৩৩)।