মোসাদ্দেকুর রহমান,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদের পাশাপাশি ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্য বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে মুসলিম জনতা।
সোমবার (৫ই মে) সকাল সাড়ে ১০টায় ডোমার বাজার বাটার মোড় থেকে মুসলিম জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ’র কাছে স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত মুসলিম জনতা।
স্মারকলিপি প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলহাজ্ব মাহমুদ বিন আলম, সমাজকর্মী গোলাম কুদ্দুছ আইয়ুব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক সুমন ইসলাম, ইসলামী আলোচক মাওলানা আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।
এরপর আন্দোলনকারীরা সহকারী পুলিশ সুপারের কার্যালয়সহ ডোমার থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তাদের কাছেও চার দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
এব্যাপারে আন্দোলনকারী অর্নব আহমেদ আলিফ জানান, রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রশাসনের কাছে চার দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবিগুলো হলো- ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত বিজয় দাসের ফাঁসি, তার সাথে জড়িত সকলের ফাঁসি,নবী প্রেমিকদের উপর হামলার বিচার ও বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ।
স্মারকলিপি প্রদান শেষে মিছিলটি ডোমার বাজার রেলগেট মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন। তারা আরও জানায় দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।