তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ণ
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর মহারাজার মোড়ে, বিআরটিএ দিনাজপুর সার্কেল দিনাজপুর, জেলা প্রশাসন দিনাজপুর ও জেলা পুলিশ দিনাজপুর এবং বাংলাদেশ সেনাবাহিনী এর সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর কর্তৃক সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ধারা ৩৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০(বিশ) বছর এবং ট্রাক,কভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫(পঁচিশ) বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে।
বর্নিত ইকোনমিক লাইফ উত্তীর্ণ বাস,মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধে ইকোনমিক লাইফ উত্তীর্ণ, রেজিষ্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন অতিরিক্ত বোঝাই, হাইড্রলিক হর্ণ সংযুক্ত মোটরযান ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন ও হেলমেট বিহীন মোটর সাইকেল চালক, লাইসেন্স বিহীন চালক ও রেজিষ্ট্রেশন বিহীন মোটযানের এর বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।