admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
সুমন ১৩ ঘণ্টা পানির নিচে থেকেও সুস্থ। বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে সুমন ব্যাপারীকে। এ নিয়ে কৌতুহলের শেষ নেই। যেখানে মানুষের পক্ষে এক থেকে দেড় মিনিটের বেশি পানির নিচে থাকা সম্ভব নয়, সেখানে সুমন ছিলেন ১৩ ঘন্টা। কীভাবে এটা সম্ভব হয়েছে, তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন অনেকে। তবে আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুমন ব্যাপারী বলেন, পানির নিচে নিঃশ্বাস আল্লাহ দিসে, আমি কিছু জানি না।
তিনি আরো বলেন, আমার কাছে মনে হয়েছে ১০ মিনিট ভেতরে ছিলাম। পরে জানলাম সময়টা ১৩ ঘণ্টা। কীভাবে এই সময় পার করেছি তা আল্লাহই ভালো জানে। বের হওয়ার সময়ও কিচ্ছু বুঝি নাই, আল্লাহই তার কুদরতে আমাকে বের করে এনেছেন। তার কাছে কোটি কোটি শুকরিয়া। কীভাবে নিঃশ্বাস নিয়েছেন- এমন প্রশ্নে সুমন ব্যাপারী বলেন, নিঃশ্বাস আল্লাহ দিসে। আমি কিছু বলতে পারবো না। এর ব্যাখ্যা আমার পক্ষে করা সম্ভব নয়। পুরো ঘটনাটাই আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।