admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৬ পূর্বাহ্ণ
আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ৬ থানার ওসি বদলী সুনামগঞ্জ জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। জেলার ৬ থানার অফিসার ইনচার্জ ওসি কে বদলি করা হয়েছে। পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদ, দিরাই থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান ও বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক কে সুনামগঞ্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইন ওআর এ বদলি করা হয়েছে।
এদিকে একই দিন পৃথক অফিস আদেশে সুনামগঞ্জ পুলিশ অফিসের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ দেলোয়ার হোসেন কে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ পুলিশ অফিসের মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মোখেলেছুর রহমান আকন্দ কে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ।
সুনামগঞ্জ পুলিশ লাইন্সের রেশন স্টোর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাজমুল হককে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, তাহিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম কিবরিয়া হাসানকে ছাতক থানার অফিসার ইনচার্জ, জগন্নাথপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: জাহিদুল হক কে দিরাই থানার অফিসার ইনচার্জ এবং তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: কাউছার আলমকে বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।