admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে ছুরিকাঘাত করে ফটোগ্রাফার কৃষ্ণ সরকার (৪০) নামের এক যুবককে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার ( ০৩ জুন) বিকালে সাভার পৌরসভার আরাপারা বটতলা এলাকায় সাভারের সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরন সাহার সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, সাভারে গত কয়েক মাসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ বেশ কয়েকটি হত্যার মত ঘটনাও ঘটেছে।
সম্প্রতি মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণ সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটে নয়নসহ আরও কয়েকজন। এভাবে সাভারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে কৃষ্ণ সরকারকে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। মানববন্ধনে নিহত কৃষ্ণ সরকারের স্ত্রী জয়া সরকার বলেন, যারা আমার স্বামীকে মেরেছে। তাদের দ্রুত বিচার চাই। তাদের সবার ফাঁসি চাই। আমার ছেলেটা এতিম হয়ে গেলো। তার বাবা নাই। তাকে তো আর ফিরে পাবো না। তবুও দোষীদের যেনো ফাঁসি দেওয়া হয়।
নাগরিক কমিটির সাভার উপজেলার সভাপতি কৃষিবিদ ঠান্ডু মোল্লা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেন মিলন বলেন, আজ কৃষ্ণ সরকারের মা, বিধবা স্ত্রী ও তার ছেলেকে কে দেখবে? এই পরিবারের পাশে দারাতে সাভার উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি করছি। কারণ কৃষ্ণ সরকারই ছিলো এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
উল্লেখ্য,গত সোমবার (৩০ মে) রাত ১০ টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদার বাড়ী পুকুর পাড়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার কৃষ্ণ সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।