admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ পরিবেশ দূষণের অভিযোগে সাভারে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি অবৈধ কারখানা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে দুটি কারখানাকে নগদ দুই লক্ষ টাকাও জরিমানা করা হয়। উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এসব অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর জানায়,মোগড়াকান্দা এলাকায় ফসলী জমির পাশে কয়েকজন ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অবৈধ কারখানা চালু করেন। যার ফলে এসব কারখানার বিষাক্ত ধোয়া ও দুগন্ধে এলাকাবাসী নানা রোগে আক্রান্তসহ গাছ পালাসহ ফসলী জমি নষ্ট হয়ে যাওয়ায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন নেসা আক্তার অভিযান পরিচালনা করেন। এসময় একটি কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি কারখানার মালিককে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এলাকাবাসীর অভিযোগ এসব অবৈধ কারখানার কারণে এলাকার জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি জমিতে ফসল হচ্ছে না যার ফলে অনেক কৃষক বিপাকে পড়েছেন ফসল ফলা থেকে। অবিলম্বে এসব কারখানা ওই সব এলাকা থেকে একে বারেই আজীবনের জন্য উঠিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়াও সেখানে ওইসব কারখানার পাশাপাশি বনের গাছ পুড়িয়ে কয়লা তৈরির মাটির ডিপি করা হয়েছে সেসব কারখানাও ভেঙ্গে দেওয়ার জন্য তারা আহবান জানিয়েছেন। এসব কারখানা ভেঙ্গে দিলে এলাকাবাসী মরণ ব্যথি রোগ থেকে মুক্ত হবেন বলেও আশা করেন তারা। অভিযানে এসময় স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব,পরিদর্শক পতিক ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।