admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকার আমেনা মুনসুর নামে এক নারী একাধিক বিয়ে করে কাবিনের ও অতিরিক্ত সুধের টাকা আদায়ের উদ্দেশ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসী ও ভুক্তভোগরা মানববন্ধন করেছে। এলাকা সূত্রে জানা যায় এভাবে মানুষের সাথে এই নারী নাটক সাজিয়ে ভয়-ভীতি দেখিয়ে মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় ফাসিয়ে সর্বস্ব আত্মসাৎ করা তার মূল উদ্দেশ্য বলে জানান এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের নগরকোন্ডার কোটাপাড়া এলাকায় এই মানববন্ধন করে মামলার অভিযুক্ত সহ এলাকাবাসী অনেকে। এ সময় তারা জানান তার একাধিক স্বামীর মধ্যো দুজন কারাগারে ছিল, একজন জামিনে বের হয়েছে, এবং চতুর্থ স্বামী মামলার ভয়ে পলাতক রয়েছে। আমেনা মুনসুর একাধিক বিয়ে করে কাবিনের টাকা আত্মসাতের উদ্দেশ্য মিথ্যা মামলা সাজিয়ে সাধারণ মানুষ কে হয়রানি করে। এবং কি সুদের টাকা লাগিয়ে আসল সুধের টাকা পাওয়ার পরেও সাধারণ মানুষকে হুমকি-ধুমকি মামলার ভয় দেখিয়ে অতিরিক্ত মুনাফা আদায় করে থাকেন। যারা এ বিষয়ে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা করে।
চতুর্থ স্বামীর সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকায় ওই এলাকার বেশ কিছু মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন আমিনা মুনসুর। এলাকা সূত্রে জানা যায় তার বিরুদ্ধে কেউ কথা বললে মেয়ের জামাই কে দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পড়তে হয় মিথ্যা মামলার কবলে। এ সময় তারা আরো জানান এ বিষয়ে আমরা সাভার মডেল থানায় আগে অভিযোগ করলেও আমাদের অভিযোগ এখনো আমলে নেয়নি।