admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপি নেতা ইউসুফ আলী’কে (৪৫) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতাসহ একাধিক মামলার আসামি।
গ্রেপ্তার ইউসুফ আলী সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামের এরফান মোল্লার ছেলে। তিনি সাভার থানা বিএনপি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, ইউসুফ আলী ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাই তাকে অভিযান পরিচালনা করে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার ইউসুফ আলীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আদালত। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।