admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় র্যাবের অভিযানে আশরাফুল ইসলাম (৫৮) নামে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলার গাবতলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার বামুনিয়া গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ওই আসামি পলাতক ছিলেন।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি নিজ এলাকায় অবস্থান করছেন। তখন র্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।