admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২১ ৮:২৬ পূর্বাহ্ণ
রাজধানীতে প্রথম দিন লকডাউন উপেক্ষা করায় গ্রেপ্তার ৪ শতাধিক। করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আরোপিত কঠোর লকডাউন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে ৮ দিনের জন্য শিথিল করা হয়েছিল। সেই সময় শেষে শুক্রবার সকাল ৬টা থেকে আবারো ১৪ দিনের পূর্বঘোষিত কঠোর লকডাউন শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
ঈদের পর শুরু হওয়া লকডাউনে শুক্রবার সকাল থেকেই মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় লকডাউনের বিধিবিধান উপেক্ষা করে যারা উপযুক্ত কারণ ছাড়া বাইরে বেরিয়েছেন তাদের অনেককে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা ও গ্রেপ্তারও করা হয়েছে। এ ছাড়া অনেক যানবাহনকে জরিমানা করা হয়েছে লকডাউনের প্রথম দিন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানানো হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় অন্তত ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ২০৩ জনকে মোট ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, লকডাউনের প্রথম দিন শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে মোট ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। লকডাউন কার্যকর করতে ডিএমপির পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।