আমিনুল ইসলাম আপেল স্টাফ রিপোর্টার: রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের পূর্ব শালবন এলাকার জনগন কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল (৯ এপ্রিল ) মঙ্লবার ৯টি মসজিদের জনগন রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব শালবনের নবীনগরে সরকারী পতিত ১ একর ৪৭ শতক জমি রয়েছে। উক্ত জমিটি স্বাধীনতার পর থেকে এলাকার ল্যান্ড লর্ড হিসেবে পরিচিত একটি প্রভাব শালী মহল নিজেদের নামে লীজ নিয়ে দখল করে রেখেছে।

আশ পাশের প্রায় সব জমা জমির মালিক প্রভাব শালী মহলটি। সেই সুযোগে এতদিন তারা সরকারী জমিটিকেও নিজেদের জমি বলে দাবী করে আসছিলেন। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পরে জমিটির প্রকৃত বিবরন জানা যায়। মূলতঃ জমিটি ছিল চয়ন উদ্দীন নামের এক অবাঙ্গালীর । সম্ভবতঃ ৭১ এর ১৬ ডিসেম্বরের পর থেকে জমিটি পতিত হিসেবে সারকারী খতিয়ান ভুক্ত হয়। যা এতদিন এলাকার জনগন জানতেন না। বিষয়টি জানার পর পূর্ব শালবন এলাকার ৯ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং সাধারন জনগন কবরস্থান ও ঈদগাহ মাঠ বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেন।

কমিটির পক্ষ থেকে কবরস্থান ও ঈদগাহ মাঠের জন্য জমিটি বরাদ্দের আবেদন করা হয়। বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশ আর সিসি আই স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখে, কমিটির সদস্য সচিব নবী নগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার,পুর্ব শালবন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম, হাউজিং জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির (হুমায়ুন), পুর্ব শালবন জামে মসজিদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিসমিল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বোতলা জামে মসজিদের সভাপতি হেকমত আলী, সাধারন সম্পাদক আঃরশিদ, মোজাফ্ফর হোসেন মাদ্রাসার পরিচালক মানিকুজ্জামান মানিক, খেরবাড়ী জামে মসজিদের সভাপতি সামাদ, সাধারন সম্পাদক আশেক আলী ,বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি রফিকুল ইসলাম , সাধারন সম্পাদক রাসেলইসলাম,নুর আমেনা জামে মসজিদ সভাপতি সিরাজুল ইসলাম সোনা, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

আরোও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নুরুন্নবী ফুলু আরজানা বেগম ,মমিনুল ইসলাম মমিন, আজিজ আল জামান রুহিত, নাহিদ ইসলাম, হারুনার রশিদ প্রমূখ।সমাবেশ শেষে কয়েক শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমি বরাদ্দের দাবীতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে জেলা প্রশাসক রবিউল ফয়সাল দ্রুত কার্যালয়ে আসেন এবং নিজে স্মরকলিপি গ্রহন করেন। এ সময় সমবেত জনতার উদ্দিশ্যে তিনি বলেন, জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপ্যারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

মানবিক করিডর আসলে কী,বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? গলাচিপা-চরফ্যাসন সেতু নির্মান ত্বরান্বিতের বগা সেতু দেশের নবম চীন মৈত্রী সেতু বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের আর্থিক অনুদানের চেক বিতরণ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু ৬টি বাস আটক রাজারহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর শহরে এস এম আবাসিক হোটেল হতে ২ জোড়া আটক বগুড়ায় সারজিসের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মারামারি,ধাওয়া-পাল্টা ধাওয়া ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল আশুলিয়ায় বিদেশি পিস্তল ও দেশিও ধারালো অস্ত্রসহ এক যুবক গ্রেফতার তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার রাজারহাটে সুরুজ মিঞার পাশে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পার্বতীপুরে চীনের হাসপাতাল নির্মাণের দাবীতে মানববন্ধন আলীগের মতো অন্যায় করবেন না তাহলে বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মেডিকেল সার্টিফিকেটে ত্রুটির  অভিযোগ,সুষ্ট বিচারের শংকায় ভুক্তভোগি ঝিনাইদাহে ডিবির জালে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা তাহিরপুর পর্যটন কেন্দ্র বারেকের টিলা চোরাচালানের নিরাপদ রুট ঝিনাইদহে বিলের মাঠে পড়ে ছিলো কৃষকের লাশ সংস্কার ও নির্বাচন দুটিই হউক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন কমলগঞ্জে চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,গ্রেফতার ১ মৌলভীবাজার মধ্যরাতে আগুনে পুড়ল ফার্নিচারের দোকান থানায় অভিযোগ তেঁতুলিয়ায় তিরনইহাট বাজারে রাতের অন্ধকারে দুই দোকানে চুরি নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন রাজারহাটে উপজেলা আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত  ডোমারে আলীগের সা: সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন
Translate Here »