মুরাদ হোসেন, যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার সভাকক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সাংবাদিকদের সাথে ‘মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের রুখতে করণীয়’ বিষয়ে মতবিনিময় করেন বসুন্দিয়া ইউনিয়ন ইমাম পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।
মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন। বসুন্দিয়ায় মাদকের ভয়াবহ আগ্রাসনে চরম হতাশা প্রকাশ করে বলেন, মাদক শূন্যের কোঠায় নামাতে না পারলে তা গোটা জাতির জন্য চরম পরাজয় হবে। যেকোনো মূল্যে মাদকের আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ থেকে তরুন ও যুব সমাজকে বাঁচাতে সমাজের সর্বস্তর থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে নৈতিক ও আইনানুগ ভূমিকা পালন করতে হবে।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ইমাম পরিষদের পক্ষে প্রতিনিধিত্ব করেন বসুন্দিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, বসুন্দিয়া মীরপাড়া বায়তুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শাহ আলম। ইমামদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর, বসুন্দিয়া ও কেফায়েতনগর সম্মিলিত ঈদগাহের ইমাম প্রভাষক মোঃ মইনুল ইসলাম, বসুন্দিয়া মোড় কাঁচাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী, বসুন্দিয়া বিনিময় পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল মামুন, সাদুল্যাপুর জামে মসজিদের পেশ ইমাম আমিরুল ইসলাম, বানিয়ারগতি হযরত খাদিজা (রাঃ) জামে মসজিদের ইমাম হাফেজ তোফাজ্জল হোসেন, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল বারী, হাফেজ ওমর ফারুক, প্রভাষক মুশফিকুর রহমান, হাফেজ মহিদুল ইসলাম।
এ সময় প্রেসক্লাব বসুন্দিয়ার আরো ১২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।