admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলিতে প্রাসাদসম বাড়ির মালিক সাখাওয়াত হোসেন টুটুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। জ্ঞাত-আয়বহির্ভূত ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন কয়ার তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক।
৯ এপ্রিল(রোববার)দুপুরে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।
সাখাওয়াত হোসেন টুটুল এএইচজেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও শিবগঞ্জের দেউলি গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে। গ্রামে শ্বেতপাথর দিয়ে তিনি প্রাসাদসম বাড়িটি নির্মাণ করেন। ২০০৬ সাল থেকে ১০ বছর ধরে এক একর জমিতে বাড়িটি নির্মাণে প্রায় ৫০০ কোটি ব্যয় হয়েছে বলে কথিত আছে। তবে সেই বাড়িতে কেউ বসবাস করে না।সাখাওয়াত হোসেন টুটুল সপরিবারে ঢাকায় থাকেন।
এর আগে ২০১৮ সালে ঢাকার মতিঝিল থানায় রুপালী ব্যাংক দিলকুশা শাখা থেকে ৯৩ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে সাখাওয়াত হোসেন টুটুলের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম একটি মামলা করেন। সেই মামলার পর তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাগারেও ছিলেন কিছু দিন।
দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, সাখাওয়াত হোসেন টুটুলকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হলে তিনি ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মাসে তার সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত বিবরণীতে দেখা যায়, তার স্হাবর-অস্হাবর মিলে সম্পদের পরিমাণ ১৮ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৮৩৭ টাকা। কিন্তু বিবরণী যাচাইকালে তার স্হাবর-অস্হাবসহ মোট গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায় ৯ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৬৭ টাকার। এই হিসাবে সাখাওয়াত হোসেনের জ্ঞাত-আয়বহির্ভূত ভাবে ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার ৮৬১ টাকার সম্পদ ভোগ-দখল করছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করায় দুদক আইন-২০০৪ সালের ২৭-এর (১) ধারায় সাখাওয়াত হোসেন টুটুলের বিরুদ্ধে মামলা করা হয়।