admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃবগুড়ার শিবগঞ্জে ২১৬ বোতল ফেনসিডিলসহ ৬ মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার মোকামতলা মুরাদপুরের বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার বিকালে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ওই ছয়জন হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাড়ই পাড়া এলাকার মোছাঃ রাহিমা বেগম (২৬) ও পারুল বেগম (২৯), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলাের চেরেগাতি বস্তি এলাকার আমিনা বেগম(৫২), চকপাড়া বস্তির ফাইমা বেওয়া (৪৫), দালাল বস্তি চোচপাড়া এলাকার আনারুল ইসলাম (৩১) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার লায়লা বেগম(২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা মুরাদপুর এলাকায় পিংকি পরিবহন, বুড়িমারী এক্সপ্রেস ও পাটগ্রাম এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এসময় পিংকি পরিবহনের যাত্রী মোছা. লায়লা বেগমের কাছে ৬১ বোতল, বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রী রহিমা ও পারুলের কাছে ৩৫ বোতল, পাটগ্রাম এক্সপ্রেস এর যাত্রী আনারুল ইসলাম, ফাইমা বেগম ও আমিনা বেগমের কাছে ১২০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাঁদেরকে আটক করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে এই এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।