admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
দিনাজপুর প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪।
শুক্রবার ( ১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জগদীশ মহন্ত , শিখা বেকারির প্রতিনিধি মোঃ সাহেদ, ডুঙ্গী হোটেলের প্রতিনিধি উজ্জল মহন্ত, উত্তম সুইটের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ ।
উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল বলেন, রমজান মাসে ব্যবসায়ীদের কারণে ভোক্তারা যাতে কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য যে, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে সারাদেশে কাজ করেন ক্যাব। উপজেলা পর্যায়ে ক্যাব এর কমিটি দীর্ঘদিন থেকে না থাকায় নিয়মিত বাজার তদারকিও হচ্ছেনা। দুই একজন ক্যাবের পরিচয় ব্যবহার করলেও দীর্ঘদিন থেকে নেই কোনো কার্যক্রম।
কাজেই উপজেলায় ক্যাব এর একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করা দরকার বলে মনে করেন উপস্থিত সুধিজন।