admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২১ ১২:১৫ পূর্বাহ্ণ
সনত চক্রবর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে বিভিন্ন মানুষের মাঝে রিপোর্টাস এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ২৩ মার্চ বোয়ালমারী রিপোটার্স ইউনিটির উদ্যোগে সহস্রাইল বাজারে ২৫০পিচ মাস্ক বিতরন করেন। “আমার মাস্ক আমার সুরক্ষা” বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে এবং জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণের কার্যক্রম হাতে নেন।
এরই আওতায় সহস্রাইল বাজারে সাধারণ মানুষকে মহামারী করোনার হাত থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক তৈয়বুর রহমান কিশোর, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, সদস্য মো.সরোয়ার মোল্যা, মো. রেজাউল করিম (রেজা), মো.মিজান মৃধা প্রমুখ।