মোক্তারজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে স্বামীর বিরুদ্ধে রেলওয়ে পজেশনকৃত জমি বে-দখল দেয়ার চেষ্টায় আজ ১৯ জুলাই দুপুর ১ টায় রহমত নগর কলোনির দোকান ঘরে স্ত্রী জিনিয়া সংবাদ সম্মেলন করেছে । জানা গেছে পার্বতীপুর পৌরসভার রহমতনগর মহল্লার ইসমাইল হোসেনর কন্যা জিনিয়া আক্তার।
তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি একজন স্বামী পরিত্যক্তা অসহায় নারী। আমার একটি বিবাহ উপযুক্ত মেয়ে ও একটি শিশু পুত্র রয়েছে। গত ০১/০৭/২০২৪ সালে আমার স্বামী বুলবুল আহম্মেদের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়। বুলবুল আহম্মেদ গত দেড় বছর যাবত তিনি আমার সন্তান সন্ততিদেরকে কোন ভরন পোষণ দিচ্ছে না। বুলবুল আহম্মেদের সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে রেলওয়ের দাগের ০৫ শতক পতিত কৃষি জমি হিসাবে আমার নামে পোজেশন ডিট করে দেন। আমি নিরূপায় হয়ে বর্তমানে ওই জমিতে কারুপন্য ও খড়ির দোকান দিয়ে কোন রকমে উপার্জন করে দুই সন্তান কে নিয়ে জীবিকা নির্বাহ করছি। কিন্তু বুলবুল আহম্মেদ আমার একমাত্র সম্বল এই জমিটি জবর দখল করতে নানা রকম ষড়যন্ত্র ও ফন্দিফিকির করছে।
অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার দোকানঘর ভাংচুর ও মালামাল লুটপাট ও প্রান নাশের হুমকি দিচ্ছে। বুলবুল আহম্মেদ একজন অর্থলোভী, দূর্দান্ত প্রকৃতির প্রতারক। আমার ভাইয়ের কাছ থেকে ২ লাখ টাকা কর্জ নিয়ে সে রেলওয়ের চাকুরী নেয়। সেই অর্থ এখনও ফেরত দেয়নি। অন্য নারীকে নিয়ে সে এখন সংসার জীবন শুরু করেছে । আমাকে ও তার ঔরষজাত দুই সন্তানকে সে সর্বশান্ত করে পথে বসিয়েছে । আইনত তার সন্তানদের ভরন পোষন দেয়ার আইনী বাধ্যবাধকতা থাকলেও সে এর কোন তোয়াক্কাই করছেনা। উল্টো আমার বর্তমানের একমাত্র জীবিকা নির্বাহের অবলম্বন রেলওয়ের এই পতিত জমিটি কেড়ে নিতে উদ্যত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় রেলওয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি।
আমি একজন অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর কন্যা। আমার ভোগ দখলে থাকা রেলওয়ের এই ০৫ শতক কৃষি জমিটি আমাকে সহজ সর্তে লীজ দিয়ে আমার দুই সন্তান সন্ততিদের জীবিকা নির্বাহের পথ সুগম করার আহবান জানান। এ বিষয়ে তার স্বামী বুলবুল আহম্মেদ বলেন, আমার নামে জমির লিজ আছে আমি আইনগত ভাবে মালিক এবং তা দখল করব বলে জানায়।