মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আজ ৩ মে সকাল ১১টায় শহীদ মিনার চত্তরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জানা গেছে, সংবাদ প্রচারের জেরে মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুুুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদ ও দ্রুত জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছে।
মানববন্ধনে উপস্থিত থেকে ভূক্তভোগী মাহমুদুল হাসান বলেন, ২৭ এপ্রিল কুরিয়ার সার্ভিস থেকে আমাকে দুবার দুটি পার্সেল আসার কথা জানান এবং গ্রহণ করতে বলেন। আমি তাদের কথা মতো ২৯ এপ্রিল পার্সেল দুটি নিতে যাই এবং খুলে দেখি দুটি কাফনের কাপড়। সম্প্রতি রংপুরের অবৈধ ডায়াগোনিষ্ট সেন্টারের ল্যাবগুলোতে অদক্ষ্য লোক দিয়ে কাজ করাচ্ছিল ও কতিপয় ইটভাটার উপর অনুসন্ধানী রিপোর্ট মাইটিভিতে প্রচার করছিলাম মনে হয়, এরেই রেস ধরে আমার উপর হত্যার হুমকি কথা জানান। মানববন্ধনে বক্তরা সঠিক তদন্তসাপেক্ষে ঘটনার মুল রহস্য উৎঘাটন করে দোষী ব্যক্তির দ্রুত শাস্তির দাবির কথা জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পার্বতীপুর প্রতিনিধি মোঃ মন্জুরুল আলম, সম্পাদক দৈনিক আমার সংবাদ পার্বতীপুর প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, সহসম্পাদক দৈনিক মানবকন্ঠ পার্বতীপুর প্রতিনিধি মামুনুর রশিদ বিল্পব, দৈনিক আমার সংগ্রাম পার্বতীপুর প্রতিনিধি মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, মাই টিভি পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আমার দেশ পার্বতীপুর প্রতিনিধি মাহফুজুল ইসলাম রিপন, দৈনিক ইনকিলাব পার্বতীপুর প্রতিনিধি মোঃ আবুল জলিল সরকার, দৈনিক জনকণ্ঠ পার্বতীপুর প্রতিনিধি শ আ ম হায়দার, দৈনিক নিরপেক্ষ পার্বতীপুর প্রতিনিধি মোহসীন আলী, অনলাইন পোর্টাল মানবকথা.কম সম্পাদক ও প্রকাশক মোঃ রুকনুজ্জামান, দৈনিক তৃতীয় মাত্রা পার্বতীপুর প্রতিনিধি মোঃ জামান সরকার, দৈনিক মানববার্তা বার্তা সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন, দৈনিক রুপালি বাংলাদেশ পার্বতীপুর প্রতিনিধি মোস্তাকিম সরকার, দৈনিক ডিটেকটিভ পার্বতীপুর প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, আবু সাঈদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মোঃ তাজকীর হোসাইন। এছাড়াও স্হানীয় সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।