admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৬:১৯ অপরাহ্ণ
বোদা (পঞ্চগড় )প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মতিয়ার রহমান (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার ৮ জুলাই দুপুর দেড়টার দিকে বোদা পৌর এলাকার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে । নিহত মতিয়ার রহমান বোদা উপজেলার খেরবাড়ি এলাকার মৃত্যু আবু তালেব এর ছেলে ।
স্থানীয়রা জানায়, মতিয়ার রহমান বাই সাইকেল এ বোদা বাজারে আসার পথে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনায় মতিয়ার রহমান এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।