admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ সব ধরনের অস্ত্র থানায় জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশে আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে সব ধরনের অস্ত্র জমা দেয়ার সময়সীমা। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামীকাল বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার।
মঙ্গলবারের মধ্যে গোলাবারুদসহ এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও। গত মাসে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয়। সেসময় লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার শেষ সময়ও আজ মঙ্গলবার।
গত ২৫শে অগাস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। পরে গত ২৭শে অগাস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার সময়ও বেধে দেয় পুলিশ সদর দপ্তর।