admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীণ শহীধপাড়া নিবাসি জুতা ব্যবসায়ী এনামুল হক(৬৬) বছর বয়সী একজনের করোনায় মৃত্যু হয়েছে।
দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, ৫ জুন শুক্রবার সকালে নমুনা সংগ্রহ করা হয়। পরে শুক্রবার দিবগত রাত আনুমানিক ২ টার সময় তার মৃত্যু হয়। শনিবার ৬ জুন স্থানীয়রা স্বাভাবিক মৃত্যু হিসাবে তার জানাজা দেয়। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা ১১২টি নমুনার মধ্যে নতুন ২৪ জনের কোভিড—১৯ পজেটিভ ফলাফল আসে। এর মধ্যে মৃত ঐ ব্যাক্তির রির্পোট পজেটিভ ধরা পরে। রোববার সকালে নিহতের পরিবার ও সংস্পর্শে আশা সকলের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ঐ ব্যাক্তি একজন জুতার ব্যবসায়ী ছিলেন। সে দির্ঘদিন কিডনী জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
ঢাকায় উন্নত চিকিৎসা নিতে যাওয়ার আগে তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে গিয়ে নমুনা প্রদান করেন। পরে ঐ রাতেই সে মারা যান। সে কয়েক মাসে জেলার বাহিরে না গেলেও ঈদে জুতার দোকান পরিচালনার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারনা করছেন পরিবারের লোকজন। বোচাগঞ্জে করোনা রোগী মৃত সহ ১০ জন সুস্থ হয়েছেন ৫ জন।