admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু , স্টাফ রির্পোটার দিনাজপুরঃ দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুলাল দাস নামক এক শ্রমিকের,পৃথক ঘটনায় সর্প দংশনে এক মহিলার মৃত্যু হয়েছে। জানা যায়, ১৫ জুলাই বুধবার সকালে মিল চাটালের সঙ্গে থাকা পানির মোটরের সুঁইচ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়নারা বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল দাসকে মৃত্যু ঘোষনা করেন। মৃত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার মালিপাড়া এলাকার বলাই চন্দ্র দাসের ছেলে দুলাল দাস (২৮)।
অপর দিকে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে ৩ নং মুর্শিদাহাট ইউনিয়নের রতনদা গ্রামের জেলে পাড়ার নিজাম উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন (৫০) বুধবার দুপুরে রাস্তার ধারে খড়ি কাটার সময় সাহেরা খাতুনের হাতে সাপ দংশন করলে, স্থানীয়নারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। রোগীর অবস্থা আংশকা জনক হলে পরিবারের লোকজন দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে সাহেরা খাতুন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী ২টি অস্বাভাবিক মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।