admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার এসআই গ্রেপ্তার। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার এসআই (উপ-পরিদর্শক) খাইরুলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। শেরেবাংলা নগর থানার এসআই গ্রেপ্তার এ বিষয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মঙ্গলবার সকালে মামলার পর খায়রুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাস খানেক আগে ২০ বছর বয়সী এক তরুণী তার বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করতে যান। সেখানেই এসআই খায়রুলের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে বিভিন্ন সময় ফোন করে ওই তরুণীর সঙ্গে দেখা করতেন খায়রুল।
এরই এক পর্যায়ে সোমবার সকালে অফিসে যাওয়ার সময় ওই তরুণীর সঙ্গে রাজধানীর পান্থপথে খায়রুলের দেখা হয়।মামলায় তরুণী অভিযোগ করেছেন, ওই সময় বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে একটি বাসায় নিয়ে যান এসআই খায়রুল। এর পর ওই বাসায় তাকে ধর্ষণ করে আবার মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দিয়ে যান।