admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২০ ২:৩৮ অপরাহ্ণ
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা সিনিয়র সিটিজেন আব্দুর রাজ্জাক মৃত্যুর পর পেলেন করোনা পরীক্ষার সিরিয়াল। বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিনিয়র সিটিজেন আব্দুর রাজ্জাক। করোনা উপসর্গ নিয়ে আজ মোহাম্মদপুর থেকে এসেছিলেন শাহবাগের একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে।

দীর্ঘসময় লাইনে থাকলেও পরীক্ষার জন্য সিরিয়াল পাননি। অগত্যা বাসার দিকে পা বাড়ান। একটু সামনে গিয়েই মাথা ঘুরে পড়ে যান। সেখানেই মারা যান এই বয়োজ্যেষ্ঠ। তার সঙ্গে দুই ছেলে উপস্থিত ছিলেন। কিন্তু অসহায়ের মতো ছটফট করে বাবার মৃত্যু দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না।
সম্ভবত পুলিশের তত্ত্বাবধানে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বেঁচে থাকতে করোনা পরীক্ষার সিরিয়াল পেলেন না। জীবন দিয়েই আদায় করলেন নমুনা পরীক্ষা।