admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২০ ১:২০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসে আক্রান্ত। গতকাল বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকারগাঁও জেলা সিভিল সার্জন মাহফুজুর রহমান। তিনি জানান, সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৩ আগস্ট নমুনা পরীক্ষার জন্য দেন এমপি রমেশ চন্দ্র সেন। নমুনা সংগ্রহের পর সেটি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার রাতে সেখান থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায়, এমপি কোভিড-১৯ আক্রান্ত।
তিনি আরো জানান, বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন এমপি রমেশ চন্দ্র সেন। তার শরীরে এখন করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তিনি বাড়িতে থেকেই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তার বাড়ির অন্যান্য সদস্যরাও এখনো সুস্থ আছেন। আওয়ামী লীগের বর্তমান এ প্রেসিডিয়াম সদস্য এক সময় খাদ্য মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।