admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ
এম এ মমিন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও এর ঠাকুরগাঁও সদর উপজেলার শেষ সিমান্ত ও বালিয়াডাঙ্গী উপজেলার শুরুর মাঝামাঝি স্থানে ট্রাকের ধাক্কায় পাগলু গাড়িতে আরোহী সহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন ও আরোহী আরো তিনজনের অবস্থা আশংকাজনক।
আজ মঙ্গলবার (২৩ জুন ২০২০ ) রাত ৮ টা ১৫ মিঃ এর ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার মাঝামাঝি কাদাশুকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও পাগলু গাড়ির অারোহীদের পরিচয় এখনো জানা যায়নি । এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম জানান, ট্রাকটি বালিয়াডাঙ্গী শেষে ঠাকুরগাঁও গামী ছিল অার পাগলু গাড়িটি ঠাকুরগাঁও শেষে বালিয়াডাঙ্গী গামী ছিল ।
উক্ত সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাগলু গাড়িটিকে ধাক্কায় দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। স্থানীয়রা আরোহীদেরকে তৎক্ষনাত উদ্ধার করলে ঘটনা স্থলে একজন পরুষ ও একজন মহিলা মোট ২ জন মৃত এবং পাগলু চালকসহ আরো ৩ জন আহত অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসি। ঘটনার পরিপেক্ষিতে ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানালে তার ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন এবং আহতদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি করা হয়।