admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও ঢোলারহাট ইউনিয়নের শিমুলতলী গ্রামে করোনা আক্রান্ত যুবকের বাসাসহ ৪টি বাসা লকডাউন করা হয়েছে।রাতে রহিমানপুর ইউনিয়নের মথুরাপুরে করোনা আক্রান্ত যুবকের বাসাসহ ৭টি বাসা লকডাউন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, অফিসার ইন চার্জ মোঃ তানভিরুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য ঢোলারহাট ইউনিয়নের শিমুলতলী গ্রামে করোনা আক্রান্ত যুবকের বাসাসহ ৪টি বাসা লকডাউন করা হয় এবং এছাড়া যুবককে বহনকারী ২ অটো ড্রাইভারের বাড়ী লকডাউন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার,রুহিয়া থানার সাবইন্সপেক্টর,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার লকডাউন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন।