admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুলাই, ২০২০ ১:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া সি,এম আইয়ুব উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের ৫০ গজ উত্তরে রাস্তায় মাঝ খানে বিরাট গর্তের সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ যে কোন সময় । মৃত জ্যোতিশ নিশি কান্ত ঠাকুরের বাড়ির সামনে পুরো রাস্তাটি দশ-পনের ফিটের । মাঝখানে বিটার গর্তের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী আতংকে আছে। অত্র এলাকাবাসী অভিযোগ করে বলেন ট্রাফিক মোড় হয়ে ডিসি এস পির বাসার সামনে দিয়ে কাজী ফার্মের বড় ট্রাক ভাটার ভটভটি সহ মাঝে মাজে বড় বাস এই রাস্তায় যাতায়াত করে এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
বাইপাস রাস্তা থাকলেও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দেখার কেউ নেই। এই সরু সড়ক দিয়ে হাল্কা যানবাহন চলাচলের উপযুক্ত ভারীযান বাহনের জন্য না। এই গর্তে বৃষ্টির পানিতে ডুবে পানি পূর্ন থাকলে যে কেউ সেখানে পড়ে যেতে পারে বা রিক্সা, অটোরিক্সাসহ যানবাহন উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় জনসাধারণনের কথা চিন্তা করে স্থানীয় যুবক্রা সেখানে লাঠিতে লাল কাপড় টাঙ্গিয়ে দিয়েছেন। যাতে করে জনসাধারণ দূর থেকে খালটি দেখতে পায়। তবে এভাবে কতদিন চলবে। দক্ষিন দিক থেকে আসার সময় রাস্তাটি ঢালু হওয়ায় সেখানে এমনিতেই দুর্ঘটনা প্রবল জায়গা। মাঝখানে এত বড় খালটি হওয়ায় দুর্ঘটনা ঘটার আশংকা তৈরী হয়।
এলাকাবাসি পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃকক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেছেন অনতিবিলম্বে সড়ক টি দ্রুত সংস্কারের পদক্ষেপ গ্রহন করবেন এবং এই সড়কে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোঢনা করবেন।