admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মে, ২০২০ ৯:৩১ অপরাহ্ণ
মামুনুর রশিদ (মামুন) : ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে কলা গাছ চাপা পড়ে তাওহীদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মোলানি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, তাওহীদ (৭) মোলানী পাড়া গ্রামের মোস্তাফা কামালে ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। তাওহীদ তার দাদা আব্দুর রহমানের সাথে সোমবার বিকালে আসর এর নামাজ শেষ করে বাড়ী ফেরার পথে বাড়ীর সামনে থাকা কলা গাছ বাগানে সহপাঠীদের সাথে খেলা করে এ সময় একটি কলা কাটা গাছের পাতা নিয়ে ঝুলতে থাকলে কলা গাছ তার উপর চাপা পরে।
স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় শিশু তাওহীদ মারা যায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান,কলা গাছ বাগানের মালিক ইদ্রিস আলীর অসাবধানতার কারণে এ ঘটনা ঘটেছে। সম্পূর্ন গাছটি যদি কেটে ফেলতো তাহলে এমন ঘটনা ঘটতো না। শিশু তাওহীদ এর পিতা মোস্তফা কামাল জানান,আমার বড় ছেলে তাওহীদ তার দাদার সাথে প্রতিদিনে নামাজ পড়তে যেতো। সোমবার বিকালে আমার বাড়ীর সামনে আমার আপন চাচার কলা গাছ বাগানে খেলা করার সময় একটি কলা কাটার অর্ধেক গাছ চাপা পড়ে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমি কী করবো। আর আমার বলার কিছুই নেই। কলাগাছ বাগানের মালিক ইদ্রিস আলী বলেন,আমি যা বলার পুলিশকে বলেছি। আমার কলা গাছ আমি কেটেছি এতে কোন সমস্যা নেই।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এস আই (নিরস্ত্র) হাসেম আলী জানান,কলা গাছ চাপা পড়ে শিশু তাওহীদের মৃত্যুর বিষয়টি ঘটনা স্থলে গিয়ে আমরা সব তথ্য সংগ্রহ করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।