admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২০ ১:৫০ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ দেশে দিন দিন বেড়েই চলেছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পেড়িয়েছে ১৬ হাজার। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫০ জনের। করোনার সংক্রমণ ঠেকাতে ও এর চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে সরকার ইতিমধ্যে ২ হাজার জন চিকিৎসক নিয়োগ দিয়েছে। নিয়োগের সেই ধারাবাহিকতায় ১২ মে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৫ জন চিকিৎসক যোগদান করেছেন।
নতুন ১৫জন চিকিৎসক যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
নতুন চিকিৎসকদের যোগদান উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পরিচিতি সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। পরিচিতি সভায় জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার এর সভাপতিত্বে যোগদানকৃত চিকিৎসকরা ছাড়াও জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডা: সুব্রত সেনসহ সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ১৫ জন নতুন চিকিৎসকদের নিয়োগ জেলা স্বাস্থ্য বিভাগকে আরো শক্তিশালী ও সাহসী করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এবং সরকারের অন্যান্য বিভাগ সম্মিলিতভাবে করোনা যুদ্ধে অংশগ্রহণ করে ঠাকুরগাঁও জেলার সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।