admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় হরিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুব্রত ভৌমিক মিলনকে এক বছরের বিনাশ্রম সাজা ও ১২ লাখ টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সাইফুল ইসলাম এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত সুব্রত ভৌমিক মিলন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের আমগাও দেবরাজ গ্রামের উমাকান্ত ভৌমিকের ছেলে।আসামি ভৌমিক মিলন আদালতে উপস্থিত ছিলেন না। আসামি আদালতে উপস্থিত না থাকায় আদালত সাজা পরোয়ানা জারি করেন। মামলার বিবরণে জানা যায়, রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের খিতিশ চন্দ্রের ছেলে ধীরেন্দ্রনাথের কাছে চেক জমা দিয়ে ধার বাবদ ১২ লাখ টাকা নেন মিলন। টাকা দিতে গড়িমসি করলে ১৯ জুলাই ২০২১-এ ধীরেন্দ্রনাথ ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক ওই মামলা করেন।