admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
মোঃ সোহেল, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগি মুন্নাফ আলীর বড় ভাই মো. আব্দুল জলিল।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মুন্নাফের বড় ভাই আব্দুল জলিল জানায়, পাশ্ববর্তী নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের কাবিল হোসেনের কাছে জমির লিজের ৫ লক্ষ টাকা পায় তার ভাই মুন্নাফ আলী। টাকা দিবে দিবে বলে অনেকদিন ধরে ঘুড়াচ্ছে। পাওনা টাকা যেন না দেওয়া লাগে তার জন্য কাবিল হোসেন তার কিশোর ছেলেকে শিকলে বেধে নির্যাতন করেছে মুন্নাফ হোসেন ও তার ভাতিজিরা এমন মিথ্যা অভিযোগ করে থানায় মামলা দায়ের করেছেন। এটা সম্পূর্ন মিথ্যা।
অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। এবিষয়ে কাবিল হোসেন বলেন, মুন্নাফসহ তারা ভাতিজিরা তার সন্তানকে অমানবিক নির্যাতন করেছেন। তার জন্যই মামলা করা হয়েছে। তবে আমার কাছে তিনি কিছু টাকা পাবেন।